বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে হাফ ভাড়া নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাসে করে বরিশাল বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী নথুল্লাবাদে পৌঁছান। ভাড়া পরিশোধের সময় তারা হাফ ভাড়া দিতে চাইলে পরিবহন শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উত্তেজিত শিক্ষার্থীরা কয়েকটি বাস ভাঙচুর করেন।
সংঘর্ষের পর শিক্ষার্থীরা বিক্ষোভে নেমে আসেন। এসময় তারা স্লোগান দিতে দিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। ফলে বরিশাল–কুয়াকাটা রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্সকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
বিএম কলেজের শিক্ষার্থীদের অভিযোগ—পরিবহন শ্রমিকরাই প্রথমে তাদের ওপর হামলা চালিয়েছে। মারধরের কথা ছড়িয়ে পড়লে আরও শিক্ষার্থী নথুল্লাবাদে ছুটে আসেন। তখন পরিবহন শ্রমিকদের দিক থেকে শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ ওঠে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের দাবি—হাফ ভাড়া নেওয়া তাদের অধিকার, অথচ তাদের ওপর ‘অন্যায়ভাবে’ হামলা করা হয়েছে।
অন্যদিকে পরিবহন শ্রমিকদের কয়েকজন নেতা জানান, সরকারি ছুটির দিন বাদে শিক্ষার্থীদের কাছ থেকে তারা হাফ ভাড়া নেন। শুক্রবার ও শনিবার এ নিয়ম প্রযোজ্য নয়। এই ভুল বোঝাবুঝি থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে দাবি করেন তারা।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

