AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রংপুরের এরশাদনগরে এসআরএইচআর সচেতনতা: মঞ্চায়িত হলো ‘আলোয় আলোয় নতুন জীবন’


Ekushey Sangbad
গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি
১০:০৬ এএম, ১৬ নভেম্বর, ২০২৫

রংপুরের এরশাদনগরে এসআরএইচআর সচেতনতা: মঞ্চায়িত হলো ‘আলোয় আলোয় নতুন জীবন’

রংপুরের এরশাদ নগর চিনিয়া পাড়ায় অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট) রংপুর শাখার উদ্যোগে ‘থিয়েটার ফর SRHR’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের নিয়ে গঠিত নাট্যদলের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘আলোয় আলোয় নতুন জীবন’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজেক্ট অফিসার অনিমেষ রায়, এবং সঞ্চালনা করেন ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন বাদশা ও সহকারী শিক্ষক হারুনুর রশিদ।

বক্তারা বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) বিষয়ে কিশোর-কিশোরীদের সচেতন করতে সৃজনশীল মাধ্যম হিসেবে থিয়েটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব ও ক্যান্সার প্রতিরোধে বয়সভিত্তিক স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

মঞ্চস্থ নাটকে বাল্যবিবাহের কুফল, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও সচেতন সিদ্ধান্ত গ্রহণের বার্তা উপস্থাপন করা হয়। নাটকের নির্দেশনায় ছিলেন মো. রুমান শেখ এবং সহকারী নির্দেশনায় ছিলেন মো. সাজিম ইসলাম।

নাটক শেষে উপস্থিত কমিউনিটি সদস্যরা এসআরএইচআর বিষয়ে সচেতন থাকা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখার শপথ গ্রহণ করেন। শপথ পাঠ পরিচালনা করেন ইয়ুথ অ্যাডভোকেট নূর আফরিন নিমা।

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে নাট্যদলের সদস্য ও নির্দেশকদের উত্তরীয় ও মেডেল পরিয়ে সম্মাননা জানানো হয়।

সবশেষে সভাপতি সকল অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!