পাবনার ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন পাবনা–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিন। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বি.এল.বাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে জন্তিহার খেলার মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার বি.এল.বাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লাল চাঁদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস.এম. আবু যুবাইর হেলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম খান এবং বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. জিয়াউর রহমান জিয়া। এছাড়াও চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, “পাবনা–৩ আসন দেশের অন্যতম অনুন্নত ও অবহেলিত এলাকা। আমি নির্বাচিত হলে এ এলাকাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।” তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

