AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে নতুন ৪ কর্মসূচি ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২১ পিএম, ১৫ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে নতুন ৪ কর্মসূচি ঘোষণা

নতুন চার কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শেষ হলো আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত সম্মেলনটি সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ২টায় সমাপ্ত হয়। এতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং দেশ-বিদেশের খ্যাতনামা আলেমরা অংশ নেন।

সম্মেলনের মঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্‌ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। তিনি বলেন, “কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা না হলে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

ঘোষিত কর্মসূচি

১. আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত আলেম-ওলামা ও তৌহিদি জনতার গণস্বাক্ষর কর্মসূচি।
২. মে ও জুন মাসে দেশের প্রতিটি জেলার ডিসিকে স্মারকলিপি প্রদান।
৩. জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে বিভাগীয় খতমে নবুওয়ত সম্মেলন আয়োজন।
৪. দাবি আদায় না হলে ডিসেম্বর মাসে দেশের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তিনি আরও জানান, দায়িত্বপ্রাপ্ত হলে খতমে নবুওয়ত কমিটির দাবির বিষয়ে বিএনপি আইনি ব্যবস্থা নেবে। “যারা রাসুলুল্লাহকে (সা.) স্বীকার করে না, তাদের বিএনপি মুসলিম মনে করে না,” বলেন তিনি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে। এ বিষয়ে দেশে বা মুসলিম বিশ্বে কোনো দ্বিমত নেই বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)। দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম-এর সভাপতি মাওলানা ফজলুর রহমানসহ আরও অনেকে বক্তব্য দেন।

এ ছাড়া পাকিস্তানের মাওলানা ইলিয়াস গুম্মান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, সৌদি আরবের ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের নায়েবে আমির শায়খ আবদুর রউফ মাক্কি এবং মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিম সম্মেলনে অংশ নেন।

বাংলাদেশের শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দারুল উলুম হাটহাজারীর অধ্যক্ষ মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাক বাংলাদেশ-এর চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!