AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাজেকে বিজিবির সহযোগিতায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেল শিশু নমি ত্রিপুরা


Ekushey Sangbad
বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
০৮:১৭ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সাজেকে বিজিবির সহযোগিতায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেল শিশু নমি ত্রিপুরা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদাহ পাড়ায় জুম পাহাড় থেকে নামতে গিয়ে পা পিছলে ছড়ায় পড়ে গুরুতর আহত হয় ৯ বছরের শিশু নমি ত্রিপুরা। মুমূর্ষ অবস্থায় মাথায় গুরুতর আঘাত পাওয়া এ শিশুটির জীবন বাঁচায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় বিজিবির মেডিকেল টিম পাহাড়ের গভীর খাদ থেকে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

শিশুটির বাবা কান্তি ত্রিপুরা জানান, দুপুরে তিনি ও তাঁর স্ত্রী জুম থেকে সবজি আনতে গেলে তাঁদের সঙ্গে যায় নমি। পাহাড় থেকে নামার সময় পা পিছলে ছড়ায় পড়ে মাথায় আঘাত পায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। পরে শিশুটির মায়ের চিৎকারে স্থানীয়রা দৌড়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। নিকটবর্তী কোনো হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় তাঁরা শিশুটিকে বিজিবি বিওপিতে নিয়ে যান।

বিওপির মেডিকেল সহকারী সিপাহী হাফিজ ব্যাটালিয়ন সদর মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

এলাকাবাসীরা জানান, দুর্গম অঞ্চলে কোনো হাসপাতাল না থাকায় চিকিৎসার একমাত্র ভরসা হচ্ছে বিজিবি। সময়মতো চিকিৎসা না পেলে শিশুটিকে বাঁচানো সম্ভব হতো না। এর আগে একইভাবে অনেক মুমূর্ষ রোগীর জীবন রক্ষায় বিজিবি চিকিৎসা সহায়তা দিয়েছে বলেও তারা উল্লেখ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!