AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:৫২ পিএম, ১৬ নভেম্বর, ২০২৫

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পারিবারিক ব্যবসার অংশীদার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

রোববার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা যায়, মামলাটির ধার্য তারিখে আসামিরা হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর ম্যাজিস্ট্রেট আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার সংক্রান্ত তামিল রিপোর্ট দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন চৌধুরী তাকে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দেন। এ সময় নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন। পরে ব্যবসা না শুরু করায় বাদী টাকা চাইলে আসামিরা টালবাহানা করতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে তারা বাদীকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। সেদিন সেখানে উপস্থিত হলে মেহজাবীন, তার ভাই এবং আরও ৪–৫জন অজ্ঞাত ব্যক্তি বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাসার সামনে গেলে ‘মেরে ফেলার’ হুমকি দেন। এতে তিনি জীবননাশের আশঙ্কা অনুভব করেন। পরে ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।

ঘটনার পর বাদী আমিরুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

 

একুশে সংবাদ//এ.জে
 

Link copied!