AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে জেলা বিএনপির সভাপতিকে সংবর্ধনা



সরিষাবাড়ীতে জেলা বিএনপির সভাপতিকে সংবর্ধনা

জামালপুরের সরিষাবাড়ীতে টানা তৃতীয়বারের মতো জেলা বিএনপির সভাপতি হিসেবে ফরিদুল কবীর তালুকদার শামীম নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় সভা পরিচালিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমদ।

এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।

বক্তারা বলেন, ফরিদুল কবীর তালুকদার শামীম টানা তৃতীয়বারের মতো জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তাই তাকে সংবর্ধনা দিতে পেরে পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উচ্ছ্বসিত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভেদ ভুলে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

 

একুশে সংবাদ/জা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!