পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা ইস্যু আর শুধু বাংলাদেশের সীমাবদ্ধ সমস্যা নয়, এটি ক্রমেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংকটে রূপ নিচ্ছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস (দায়রা) আয়োজিত বেঙ্গল ডেলটা কনফারেন্স উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, আট বছর পার হলেও এখনো এই সংকটের কোনো টেকসই সমাধান পাওয়া যায়নি। তিনি বাংলাদেশ ও মিয়ানমারের পাশাপাশি আঞ্চলিক শক্তি ও বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এসময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক আরোপ ভূরাজনীতিতে নতুন মাত্রা তৈরি করেছে। তবে এ বিষয়ে সুস্পষ্ট প্রভাব বোঝার জন্য অন্তত আরও দুই থেকে তিন বছর সময় লাগবে।
একুশে সংবাদ/স.ট/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
