মত বদল করলেন পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ মহম্মদ ইউসুফ। ২৪ ঘন্টা আগেই জানা গেছিল পাকিস্তান দলের নবনিযুক্ত ব্যাটিং কোচ নিউজিল্যান্ড সফরের শুরুর দিকে দলের সঙ্গে যাবেন না। যদিও একদিনের মধ্যেই নিজের সিদ্ধান্ত বদল করলেন প্রাক্তন পাক তারকা।
তিনি জানিয়েছিলেন, তার কন্যা অসুস্থ হওয়ায় তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে যেতে পারবেন না। এরপরই কিছুটা চাপে পড়েছিল পাকিস্তান। কারণ তাঁদের সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স একদমই ভালো নয়, আর যেদেশে তাঁরা খেলতে যাবেন সেই দেশই এবারে ফাইনাল খেলেছে।
ফলে মহম্মদ ইউসুফের অভাব যে বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা টের পেতেন তা বলাই বাহুল্য। যদিও পিসিবির এক কর্তা জানিয়েছেন যে বোর্ডকে ইতিমধ্যেই ইউসুফ জানিয়ে দিয়েছেন যে দলের সঙ্গে নিউজিল্যান্ডে যেতে তাঁর কোনও সমস্যা নেই আর। কারণ তাঁর কন্যার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে।
নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে পাকিস্তান। সেই সাদা বলের সিরিজের আগেই পাক বোর্ডের তরফে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয় মহম্মদ ইউসুফকে, যিনি আকিব জাভেদের ডেপুটি হিসেবে এই সফরে কাজ করবেন। কদিন আগেই পাকিস্তানে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে ধাক্কা দিয়ে গেছে কিউয়িরা।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হওয়া সত্বেও পাকিস্তান গ্রুপ স্টেজের বাধা অতিক্রম করতে পারেনি। যদিও কোচিং স্টাফের ওপর ভরসা রেখেই আকিব জাভেদ এবং আজহার মাহমুদকে তাঁদের বলে রেখে দেওয়া হয়। কিন্তু পিসিবি চেয়েছিল একজন স্পেশালিস্ট ব্যাটারকে ব্যাটিং কোচ করতে, চাই বেছে নেওয়া হয় ইউসুফকে। আগামী রবিবার ১৬ই মার্চ থেকে শুরু টি২০ সিরিজ। যদিও আইপিএল চলায় এই সিরিজে খেলবেন না কিউয়িজদের অনেক তারকা ক্রিকেটার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :