আইপিএল শুরু হতে আর কিছু দিন বাকি। তার আগে ধাক্কা খেল গতবারের রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদ। পায়ে চোট পেয়ে ছিটকে গেলেন তাদের পেসার-অলরাউন্ডার ব্রাইডন কার্স। ইংলিশ ক্রিকেটারের জায়গায় নেওয়া হল দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার।
কার্সকে এক কোটি টাকায় কিনেছিল সানরাইজার্স। ভারতের বিরুদ্ধ একদিনের সিরিজে বাঁ-পায়ের পাতায় চোট পান তিনি। সেই চোট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের প্রথম ম্যাচে বড় হয়ে যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে সাত ওভার বোলিং করে মাঠ ছাড়েন তিনি। তারপর টুর্নামেন্ট থেকেই ছিটকে যান।
টি২০ ফর্ম্যাটে মুল্ডারের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ১২৮টি ম্যাচ খেলে ২১৭২ রান করেছেন এবং উইকেট নিয়েছেন ৬৭টি। এই প্রথমবার আইপিএল খেলতে চলেছেন প্রোটিয়া অলরাউন্ডার। তবে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের টি২০ লিগে খেলেছেন তিনি।
রবিবার (৯ মার্চ) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। তার রেশ কাটতে না কাটতেই কাউন্টডাউন শুরু হয়ে যাবে আইপিএল ২০২৫-এর। জাতীয় দলের সতীর্থরা এবার নিজের ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে একে অপরের বিরুদ্ধে খেলবেন। ১০ দলের এই টি২০ টুর্নামেন্টের তাকিয়ে থাকে গোটা ক্রিকেট বিশ্ব। ভারত এবং বিদেশের সেরা সেরা খেলোয়াড়রা আইপিএল খেলার জন্য অপেক্ষা করে থাকেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :