AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পারফরম্যান্সে চিরতরুণ ক্রিস্টিয়ানো রোনালদো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২০ পিএম, ৮ মার্চ, ২০২৫

পারফরম্যান্সে চিরতরুণ ক্রিস্টিয়ানো রোনালদো

বয়স ৪০ পেরিয়েছেন এক মাস হলো। কিন্তু এখনো পারফরম্যান্সে যেন চিরতরুণ ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবারের বিপক্ষে গোল করে নাম লিখিয়েছেন অনন্য এক কীর্তিতেও। এই ম্যাচে আল শাবাবের বিপক্ষে ২–২ গোলে ড্র করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। এই ম্যাচে গোল করে নিজের পেশাদার ক্যারিয়ারের ৯২৬তম গোলের মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ কিংবদন্তি রোনালদো। 

রোনালদো তার ক্যারিয়ারের অর্ধেক গোল করেছেন ৩০ বছর বয়সের আগে এবং বাকি অর্ধেক ৩০ পেরোনোর পর। অর্থাৎ, ৪৬৩টি গোল এসেছে ৩০-এর আগে এবং ৪৬৩টি গোল ৩০-এর পর। এই কৃতিত্ব দিয়ে তিনি প্রমাণ করেছেন যে, ফুটবল কেবল তরুণদের খেলা নয়। ফুটবলারদের পারফরম্যান্স ২৫ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে শীর্ষে থাকে। এরপর ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু রোনালদো এই নিয়মের ব্যতিক্রম। গত মাসে ৪০ বছরে পা রাখার পরও তিনি এখনো দুর্দান্ত ফর্মে আছেন। ২০২৩ সালে আল নাসরে যোগ দেয়ার পর থেকে তিনি ইতোমধ্যে ৯০টি গোল করেছেন।

রোনালদো তার ক্যারিয়ারে পাঁচটি ক্লাবের হয়ে খেলেছেন। এর মধ্যে তিনটি ক্লাবে তার গোল সংখ্যা তিন অঙ্ক ছুঁয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন ১৪৫ গোল, রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৪৫০ গোল ও জুভেন্টাসের হয়ে করেছেন ১০১ গোল। স্পোর্টিং লিসবনে তিনি মাত্র ৩১ ম্যাচ খেলেছিলেন, ফলে সেখানে তার গোলসংখ্যা একশ পেরোয়নি। বর্তমানে আল নাসরের হয়েও তিনি দ্রুত গোলসংখ্যা বাড়িয়ে চলেছেন।

৩০ বছর পেরোনোর পর রোনালদোর মতো এত বেশি গোল আর কেউ করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪১ গোল করেছেন ব্রাজিলের কিংবদন্তি রোমারিও।অন্যদিকে, রোনালদোর সবচেয়ে কাছাকাছি আছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার মোট গোলসংখ্যা ৮৫২, যার মধ্যে ৩০ বছর বয়স পার হওয়ার পর করেছেন ২৮৭টি গোল। অর্থাৎ, রোনালদোর চেয়ে ১৭৬ গোল কম।

সব মিলিয়ে চলতি মৌসুমে আল নাসরের হয়ে ৩১ ম্যাচ খেলে ২৬ গোল করার পাশাপাশি ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। কিন্তু পর্তুগিজ তারকা ছন্দে থাকলেও সৌদি প্রো লিগে বাজে সময় কাটছে তার দল আল নাসরের। ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে দলটি। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১০। ফলে এ মৌসুমেও শিরোপার আশা একপ্রকার শেষ রোনালদোদের।

রোনালদোর এই অসাধারণ রেকর্ড তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার বর্তমান ফর্ম দেখে মনে হচ্ছে, তিনি আরও অনেক রেকর্ড গড়ার অপেক্ষায় রয়েছেন।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!