AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় মন্দিরে গৌরাঙ্গ প্রভূর বিগ্ৰহ প্রতিস্থাপন



সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় মন্দিরে গৌরাঙ্গ প্রভূর বিগ্ৰহ প্রতিস্থাপন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় মন্দিরে শ্রীঃ শ্রীঃ গৌরাঙ্গ মহা প্রভুর বিগ্ৰহ প্রতিস্থাপন ও রাধা গৌবিন্দ মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দিনব্যাপী ধর্মীয় নানান আয়োজনে গৌরাঙ্গ প্রভুর বিগ্ৰহ (মুর্তি) প্রতিস্থাপন ও রাধা গৌবিন্দ মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে মন্দির কর্তৃপক্ষ।
  
এ উপলক্ষে সকাল থেকেই মন্দিরে উৎসব মুখর পরিবেশে পূজা- অর্চনা, হরি নাম কীর্তন, যজ্ঞ, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং দেশবাসীর মঙ্গল কামনা বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে । শতশত ভক্তবৃন্দ অবিরামভাবে নামযজ্ঞের মাধ্যমে এ উৎসব পালন করে।

গৌরাঙ্গ মহাপ্রভু (বা চৈতন্য মহাপ্রভু) ছিলেন ১৬শ শতাব্দীর একজন বাঙালি অবতার এবং গৌড়ীয় বৈষ্ণববাদের প্রতিষ্ঠাতা। তিনি তাঁর স্বর্ণবর্ণের জন্য পরিচিত এবং কৃষ্ণকে প্রেম করার জন্য রাধারাণীর আবেগ ও দীপ্তি ধারণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। তিনি ভক্তি যোগ ব্যাখ্যা করেছিলেন এবং ‍‍`হরে কৃষ্ণ‍‍` মহামন্ত্রকে জনপ্রিয় করে তোলেন, পাশাপাশি ‍‍`শিক্ষাষ্টক‍‍` রচনা করেন।

এসময় ধর্মীয় আলোচনায় ছিলেন ত্রি দন্ডি মদ্ধ ভক্তি দ্বীনদানন্দ  ভাগবত মহারাজ, শ্রী শ্রী নৃসিংহ গৌরিও মঠ বিভিন্ন জায়গা পুরোহিতগণ।

অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন মন্দির কমিটির জিতেন্দ্র নাথ সরকার।

একুশে সংবাদ/ এনআই

Link copied!