গাজীপুরের শ্রীপুরে আওয়ামী অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা (পল্লী বিদ্যুৎ মোড়) থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মহাসড়কের উড়াল সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পল্লী বিদ্যুৎ মোড়ে এসে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ আক্তারুল আলম মাষ্টার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম কাজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার মৃধা খোকন, জেলা ছাত্রদল নেতা নওশাদ মোস্তাকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
মিছিল ও সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীরা গেল বছরের জুলাই–অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

