নেত্রকোনা জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাড়েউড়া গ্রামে পানিতে পড়ে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম খাদিজা আক্তার। সে চৌহান খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলা করছিল ছোট্ট খাদিজা। এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশে নদীতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে নেমেছে গভীর ট্র্যাজেডি। স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয়রা শিশুদের প্রতি বাড়তি নজরদারি রাখার পাশাপাশি পানিতে ডুবে শিশুর এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

