দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর থেকে ‘অর্থনৈতিক নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে ফিফা। শুক্রবার (৭ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যায় ফিফার কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি পেয়েছে বাফুফে, যা সংস্থাটির জন্য এক বড় স্বস্তির খবর।
২০১৮ সাল থেকে আর্থিক অনিয়মের কারণে ফিফার বিশেষ নজরদারির তালিকায় ছিল বাফুফে। নিষেধাজ্ঞার ফলে ফেডারেশন নিয়মিত অনুদান পেলেও বাড়তি কিস্তি ও পর্যবেক্ষণের মধ্যে ছিল। এখন থেকে বাফুফে আগের মতোই স্বাভাবিক কিস্তিতে ফিফার অনুদান পাবে এবং উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে আরও বেশি সুযোগ পাবে।
এদিকে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর থেকে সভাপতি তাবিথ আউয়াল স্বচ্ছতা আনতে বিশেষ উদ্যোগ নেন। তার প্রচেষ্টার কারণেই ফিফা বাফুফের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে বাফুফে সর্বোচ্চ সচেষ্ট থাকবে।
চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফার একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বাফুফের ফান্ড ব্যবস্থাপনা পর্যালোচনা করে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই ফিফা বাফুফের অর্থায়নে শিথিলতা আনে এবং নিষেধাজ্ঞা তুলে নেয়।
বাফুফে দীর্ঘদিন ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল। ২০২৩ সালে ফিফা সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করার পর নতুন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ফেডারেশনকে স্বচ্ছতার পথে ফেরানোর উদ্যোগ নেন।
ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাংলাদেশের ফুটবলে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। তবে স্বচ্ছতা ও দক্ষ ব্যবস্থাপনা ধরে রাখা বাফুফের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :