AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার ফল ‘মোটামুটি সন্তোষজনক’: ডা. জাহিদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩৩ পিএম, ২৪ জুলাই, ২০২৫

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার ফল ‘মোটামুটি সন্তোষজনক’: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষার ফলাফল ‘মোটামুটি সন্তোষজনক’ বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, “উনি সুস্থ নন, তবে শারীরিকভাবে স্থিতিশীল আছেন।”

বুধবার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে। রাত ১টা ১৮ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি, এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর রাত ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, “মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা জরুরি ছিল। সে অনুযায়ী তাঁকে রাতে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার রিপোর্টগুলো মোটামুটি সন্তোষজনক থাকায় তাঁকে বাসায় ফিরিয়ে আনা হয়েছে।”

তিনি আরও জানান, “এটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষারই অংশ। বোর্ড মনে করেছিল, কিছু বিষয়ে অগ্রগতি পর্যবেক্ষণ জরুরি। আপাতত আগের মতোই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলবে।”

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাঁকে।

চলতি বছরের শুরুতে তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন যান এবং চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন। বর্তমানে গুলশানের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন বিএনপি নেত্রী।

একুশে সংবাদ//র.ন

Link copied!