AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফাইনালের আগে কিউই শিবিরে দুঃসংবাদ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৩২ পিএম, ৭ মার্চ, ২০২৫

ফাইনালের আগে কিউই শিবিরে দুঃসংবাদ

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। ফাইনালে তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পরিস্কার করে কিছু জানাননি কোচ গ্যারি স্টেড।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান হেনরি। তখন মাঠ ছেড়ে চলে যান তিনি। পরে আবার ফিরে আসেন। বোলিংও করেন। ম্যাচ শেষে করা হয়েছ স্ক্যান। তার ফিটনেসের অবস্থা এখনও ‘অজানা’ এমনটাই জানালেন কোচ গ্যারি স্টেড। তবে হাল ছাড়ছেন না তিনি। পরে জানিয়েছেন সেরে যাওয়ার কথাও।  

স্টেড বলেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক দিক হলো, বোলিং করার জন্য সে আবার মাঠে ফিরে এসেছিল। আমরা তার কিছু স্ক্যান করেছি এবং এই ম্যাচে খেলার জন্য প্রতিটি সুযোগ তাকে আমরা দেব। কিন্তু এই পর্যায়ে (তার ফিটনেসের অবস্থা) এখনও কিছুটা অজানা। ’

‘কাঁধের এক প্রান্তে মাটিতে পড়ার কারণে স্পষ্টতই তার খুব ব্যথা হচ্ছে। আশা করি, সে ঠিক হয়ে যাবে। ’

আগামী রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ভারতের মোকাবেলা করবে নিউজিল্যান্ড। এই ম্যাচে হেনরির উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ। কারণ এর আগে গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ৪৮ রানে ৫ উইকেট শিকার করেন এই পেসার। ভারতকে আটকে দেন অল্প রানে। যদিও ম্যাচটি হেরে যায় নিউজিল্যান্ড। তবে তার অবদান খাটো করে দেখার সুযোগ নেই।


একুশে সংবাদ/ এস কে

Link copied!