জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-২০ সংস্করণে নিজেদের প্রথম ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে চট্টগ্রাম বিভাগ। সাত মাস পর প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ তামিম ইকবাল।সিলেট জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১১ ডিসেম্বর) আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩২ করে চট্টগ্রাম। জবাবে ১৯ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয় পায় রংপুর।
টসে হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তিনটি সিঙ্গেল নিয়ে ইনিংস শুরু করেছিলেন তামিম ইকবাল। এরপর একটি বাউন্ডারি ও একটি ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা। তবে এরপর আর ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। তিনি ১০ বলে ১৩ রান করে শেষ হয়েছে তামিমের প্রত্যাবর্তনের ইনিংস।
সর্বোচ্চ ২৭ রানের ইনিংস এসেছে মুমিনুলের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন ইরফান শুক্কুর। আর কেউই ২০ রানের গন্ডি পেরুতে পারেননি।চট্টগ্রামের ইনিংসে বড় ধস নামিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবু। মুগ্ধ ১৭ রানে ৩ উইকেট নেন। আর বাবু ৯ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট গেছে এনামুল হক এনাম ও আব্দুল গাফফার।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের হয়ে মোহাম্মদ রিজওয়ান ও তানবীর হায়দার মিলে ওপেনিং জুটিতে যোগ করেন ২২ রান। রিজওয়ান ফেরেন ১৫ রান করে।
অভিজ্ঞ ব্যাটার নাঈম ইসলাম ২৪ রান করে ফিরেছেন। এরপর আব্দুল্লাহ আল মামুন ফেরেন মাত্র ১ রান করে। যদিও একপ্রান্ত আগলে রেখে ৩৭ বলে ৪১ রানের ইনিংস খেলেন তানবীর। আর আকবর আলীর ব্যাট থেকে আসে ২৫ রান। এরপর আরিফুল হকের ১২ ও আলাউদ্দিন বাবুর ১০ রানের অপরাজিত ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর।
চট্টগ্রামের হয়ে দুটি উইকেট নিয়েছেন হাসান মুরাদ। আর একটি করে উইকেট গেছে আহমেদ শরিফ ও মুমিনুল হকের ঝুলিতে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

