AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পর্তুগালের তারকা ফুটবলার অবসরে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:১১ পিএম, ১০ ডিসেম্বর, ২০২৪

পর্তুগালের তারকা ফুটবলার অবসরে

পর্তুগালের তারকা ফুটবলার লুইস নানি পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন। ৩৮ বছর বয়সে অবসরের ঘোষণা দেন এই সাবেক উইঙ্গার, যিনি দীর্ঘ ১৯ বছর ফুটবল অঙ্গনে আলো ছড়িয়েছেন। সর্বশেষ তিনি খেলেছেন নিজ শহরের ক্লাব এস্ত্রেলা আমাদোরার হয়ে।  

অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নানি লিখেন, বিদায় বলার সময় এসেছে। পেশাদার ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রা ছিল অবিশ্বাস্য। ক্যারিয়ারের উত্থান-পতনে যাদের সমর্থন পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞ। এখন জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চাই। শিগগিরই দেখা হবে।

নানির ক্লাব ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৫ সালে স্পোর্টিং সিপির হয়ে। এরপর ২০০৭ সালে ২১ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে, যেখানে তিনি খেলেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে। ইউনাইটেডের হয়ে ৮ বছরে ৪টি প্রিমিয়ার লিগ, ১টি ক্লাব বিশ্বকাপ ও ২০০৮ সালের চ্যাম্পিয়নস লিগসহ বহু শিরোপা জয় করেন।  

ইউনাইটেডের হয়ে ২৩০ ম্যাচে ৪১ গোল করা নানি ২০১০-১১ মৌসুমে ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। ওই মৌসুমে তার ১৪টি লিগ অ্যাসিস্ট ছিল সর্বোচ্চ।

এরপর নানি খেলেছেন ফেনেরবাচ, ভ্যালেন্সিয়া, লাৎসিও, ওরলান্ডো সিটি, মেলবোর্ন ভিক্টরিসহ বিভিন্ন ক্লাবে।  

২০০৬ সালে পর্তুগালের জাতীয় দলে অভিষেক হয় নানির। দেশের হয়ে ১১২ ম্যাচ খেলে ২৪টি গোল করেছেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগালের আক্রমণভাগে দীর্ঘদিন খেলেছেন। ২০১৬ সালে রোনালদোর নেতৃত্বে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।  

নানির ফুটবল থেকে বিদায় এক যুগের সমাপ্তি টেনে নতুন অধ্যায়ের সূচনা করল। তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও, ভক্তরা তার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় থাকবেন।

একুশে সংবাদ/ এস কে
 
 

Shwapno
Link copied!