আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে একাদশে সুযোগ পেয়েই ওরলা প্রেন্ডারগাস্টকে বোল্ড করেন সুমনা। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তার প্রথম উইকেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টসে জিতে ব্যাটিংয়ে নামা আইরিশদের সংগ্রহ ১৩ ওভারে ২ উইকেটে ১০৬ রান। অধিনায়ক গ্যাবি লুইস ৩৮ ও লিয়া পল ৪০ রানে ক্রিজে আছেন।
এর আগে প্রায় সাড়ে চার মাস পর একাদশে ফিরেই বল হাতে উইকেট পান জাহানারা আলম। করা তৃতীয় ওভারের চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন ১০ রান করা এমি হান্টার। খানিক লাফিয়ে ওঠা বল অফ স্টাম্পের বেল ফেলে দেয়। তাতে উইকেটের স্বাদ পান এই টাইগ্রেস অলরাউন্ডার। ভারতের বিপক্ষে এশিয়া কাপের পর আবার তিনি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলেন।
পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত দুদল টি-২০ ফরম্যাটে ১১ বার লড়েছে। আটবারই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ, তিনবার আয়ারল্যান্ড। ওয়ানডেতেও টিম টাইগ্রেসের পাল্লাটা বেশ ভারি। ১২ বারের দেখায় তারা আটবারই জিতেছে। মাত্র একবার হারের স্বাদ পায়। চারটি খেলা বৃষ্টির কারণে হয়েছিল পরিত্যক্ত।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :