সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ রক্ষায় ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ‘গ্রীণ ফেয়ার’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন গাছের চারা রোপণ করেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই বাঐখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব শক্তির আহ্বায়ক মুহা. নুরুল ইসলাম উজ্জ্বল, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খাঁন, সমাজসেবক তরিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপি`র সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ‘গ্রীণ ফেয়ার’-এর প্রতিষ্ঠাতা বৃক্ষ জননী মাহবুবা খাতুন, ‘স্বপ্ন নিয়ে পথচলা’ সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী ও স্বেচ্ছাসেবী ইউসুফ আলী প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দিতে ‘গ্রীণ ফেয়ার’ নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাবে।
একুশে সংবাদ/এ.জে