AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অনুশীলনের মাঝেই হার্ট অ্যাটাকে মারা গেলেন গোলরক্ষক কোচ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৩৫ পিএম, ১৮ নভেম্বর, ২০২৪

অনুশীলনের মাঝেই হার্ট অ্যাটাকে মারা গেলেন গোলরক্ষক কোচ

প্রতিদিনের মতো সেদিনও অনুশীলন করাচ্ছিলেন তিনি। তার মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মাঠে। এরপর তাকে নেয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না প্রশান্ত দেকে। এক দিন আগেই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে যোগ্যতা অর্জন করেছে তার দল। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে অনুশীলন করাচ্ছিলেন দলকে। হঠাৎ হার্ট অ্যাটাক করলে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৪২ বছর বয়সী কলকাতার জনপ্রিয় এই কোচ।

ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের গোলকিপার কোচ ছিলেন প্রশান্ত। থাকতেন গড়িয়াতে। ব্যক্তিগত জীবনে বিয়ে করেননি, বাড়িতে রয়েছেন  বৃদ্ধা বাবা-মা। 

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, সেদিন সকালে নিজের আবাসনের বাচ্চাদের ফুটবল অনুশীলন করিয়েছিলেন প্রশান্ত। তারপর খাওয়া-দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে গিয়েছিলেন সল্টলেকে সেন্ট্রাল পার্কে। সেখানে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাকাডেমির মাঠে দলকে নিয়ে অনুশীলনে নামেন। অনুশীলনের মাঝেই অসুস্থ হয়ে পড়েন।

মাটিতে লুটিয়ে পড়া প্রশান্তের কৃত্রিম ভাবে শ্বাসপ্রশ্বাস চালু রাখার চেষ্টা করা হয়। দুপুর পৌনে তিনটা নাগাদ স্থানীয় একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। তার কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

একুশে সংবাদ/ এস কে 

Shwapno
Link copied!