বাগেরহাটের মোংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন রামপাল–মোংলা আসনের মনোনয়নপ্রত্যাশী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
এ সময় মোংলার উন্নয়ন ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কৃষিবিদ শামীম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন রামপালের ফয়লায় ১৯৯১ সালে একটি বিমানবন্দরের উদ্বোধন করেছিলেন। কিন্তু গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার সেই প্রকল্পের কাজ বন্ধ করে রেখেছে। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে তাঁর মায়ের স্মৃতিবিজড়িত হযরত খানজাহান আলী বিমানবন্দর গড়ে তুলব।”
তিনি আরও বলেন, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুঃশাসন দূর করার প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মোংলা উপজেলার বিভিন্ন হাট–বাজার, সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানে গণসংযোগ এবং ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরণ করেন তিনি।
লিফলেট বিতরণের সময় মোংলা পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজারো নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
কৃষিবিদ শামীম বলেন, “গত ১৭ বছরে বহু আন্দোলন–সংগ্রামে অংশ নিয়েছি, সীমাহীন হামলা–মামলার শিকার হয়েছি। দল আমাকে মনোনয়ন দিলে জনগণের জন্য আরও বেশি কাজ করতে পারব; আর মনোনয়ন না পেলেও দলের কর্মী হিসেবে কাজ করে যাব।”
তিনি জানান, একজন জুলাই যোদ্ধা হিসেবে (রামপাল–মোংলা) এলাকার জনগণকে বিএনপির ৩১ দফার রূপরেখা সম্পর্কে অবহিত করতে মাঠে কাজ করে যাচ্ছেন, যার মূল লক্ষ্য— একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও উন্নত রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

