AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার চড়কাণ্ড নিয়ে মুখ খুললেন নাসুম


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:৪৪ পিএম, ১৮ নভেম্বর, ২০২৪
এবার চড়কাণ্ড নিয়ে মুখ খুললেন নাসুম

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আশানুরূপ ফল করতে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই আসর শেষে দেশের গণমাধ্যমে সবচেয়ে আলোচিত ছিল নাসুম আহমেদের ইস্যু। সে সময় গুঞ্জন রটে, টুর্নামেন্ট চলাকালীন সময় নাসুমকে চড় মেরেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে! অবশেষে এ প্রসঙ্গে কথা বলেছেন বাঁহাতি এ স্পিনার।

প্রায় এক বছর আগে হওয়া ঘটনাটি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাসুমও এতদিন গণমাধ্যমের সঙ্গে কিংবা অন্য কোথাও এ বিষয়ে সরাসরি কথা বলেননি। তাই বিষয়টি থেকে গেছে অন্তরালে।

কিন্তু জুলাই অভ্যুত্থানের পর বিসিবিতে আসে পরিবর্তন। যার কারণে আবারও সামনে আসে বিষয়টি। নাসুমকে চড় মারার অপরাধেই হাথুরুসিংহেকে বহিষ্কার করে বিসিবি। বহিষ্কারাদেশ পাওয়ার পর লিগ্যাল নোটিশে নাসুমকে চড় মারার বিষয়টি অস্বীকার করেন শ্রীলংকান কোচ।

এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন নাসুম। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে (শারীরিকভাবে লাঞ্ছিত) কিছুই বলতে চাই না। গত এক বছরে এই বিষয়ে আমি কারো সাথে কথা বলিনি। আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি আমাকে ফেরত দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘এক বছর পর আমি যেখানে ছিলাম (জাতীয় দলে) সেখানে ফিরে এসেছি। এখন এটি আমাকে ধরে রাখতে হবে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। অতীত আপনি জানেন, সারাদেশ জানে (যা ঘটেছে) এবং আমি এখন পর্যন্ত এই বিষয়ে একটি শব্দও বলিনি। আমি এ সম্পর্কে কথা বলতে চাই না।’

বিশ্বকাপের পরপরই বাংলাদেশের গণমাধ্যমে উঠে আসে নাসুমের চড় খাওয়ার বিষয়টি। এই ঘটনায় তখন বেশ ভেঙে পড়েছিলেন এই স্পিনার। সাক্ষাৎকারে জানিয়েছেন সেটিও, ‘দেখুন, আমি সেই সব বিষয় নিয়ে চিন্তা করি যা ঘটেছে (বিশ্বকাপের পর), এটি একটা বড় সমস্যা হতে পারে।

এটা ঠিক যে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি কিন্তু তারপরও আমি প্রিমিয়ার লিগে খেলেছি। প্রথম চার ম্যাচে কোনো উইকেট পাইনি, কিন্তু পরের ১২ ম্যাচে ২৪ উইকেট নিয়েছি, যার মধ্যে একটি ৫ উইকেটও ছিল। তাই আমি কিছু সময়ের মধ্যেই আমার ছন্দে ফিরেছি এবং অন্যান্য টুর্নামেন্টেও ভালো করেছি।’

হাথুরুর অধীনে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি নাসুম। তবে তার বিদায়ের পরেই ওয়ানডেতে ফিরেছেন এই স্পিনার। শারজায় বাংলাদেশ দলের সর্বশেষ সিরিজে দলের হয়ে অবদান রেখেছেন। বাংলাদেশের একমাত্র জয়ের ম্যাচে ব্যাট হাতে ২৫ রান করার পাশাপাশি বল হাতে ২৮ রান দিয়ে ৩ উইকেট তুলে  নিয়েছেন তিনি।


একুশে সংবাদ/ এস কে

Link copied!