ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটে পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতি কুঞ্জেরহাট–বোরহানউদ্দিন আঞ্চলিক শাখার কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর ) বিকেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সমিতির সভাপতি ইউসুফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪ নং কাচিয়া ইউনিয়ন বিএনপির দক্ষিণ শাখার সভাপতি শেখ সাদী হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির দক্ষিণ শাখার সিনিয়র সহ–সভাপতি মারুফ মিয়া এবং শ্রমিক দলের সভাপতি সাফিজল হক মাতাব্বর।
উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা পোল্ট্রি ফিড ব্যবসার বিভিন্ন চ্যালেঞ্জ, ব্যবসায়ীদের অধিকার এবং সমিতির কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

