নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থামিয়ে রাখা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ছয়টার দিকে শিমরাইল এলাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।
তিনি জানান, আগের রাত ১০টার দিকে মহাসড়কের পাশে নাফ পরিবহনের মিনিবাসটি পার্কিং ব্যবস্থায় রেখে যান চালক। রাতভর বাসটি সেখানেই ছিল। শনিবার সকাল ছয়টার দিকে স্থানীয়রা বাসটিতে আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসের সিটসহ ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।তবে অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে—তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

