নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াল বাংলাদেশ। দলের তারকা খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরীর দুর্দান্ত জোড়া গোলে ম্যাচে ঘুরে দাঁড়ায় লাল-সবুজরা।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৯ মিনিটে রক্ষণভাগের ভুলে গোল হজম করে বাংলাদেশ। নেপালের রোহিত চাঁদ বক্সের বাইরে থেকে নেওয়া শটে দলকে এগিয়ে নেন।
তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই খেলার মোড় ঘুরে যায়। বিরতির পর মাত্র দুই মিনিটের মাথায় চমৎকার এক বাইসাইকেল কিকে সমতার গোল করেন হামজা। তার গোলের পর উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।
৫০তম মিনিটে পেনাল্টির সুযোগ পায় বাংলাদেশ। স্পট কিক থেকে আবারও গোল করেন হামজা দেওয়ান চৌধুরী, যা দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়।
দ্বিতীয়ার্ধে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা পরিবর্তন আনেন—জুনিয়র সোহেল রানার বদলে মাঠে নামেন শামিত সোম, যা দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

