AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুরে তামিমের অনুশীলন শুরু


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:৩৬ পিএম, ৩ নভেম্বর, ২০২৪

মিরপুরে তামিমের অনুশীলন শুরু

মাইক্রোফোন ছেড়ে ব্যাট হাতে তুলে নিলেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত না হলেও নিজেকে প্রস্তত করছেন ঘরোয়া মৌসুমের জন্য। যার শুরুটা হতে পারে নতুন টুর্নামেন্ট এনসিএল টি টোয়েন্টি দিয়ে। আগামী মাসে সিলেটে হবে যে আসর।

কথা রেখেছেন তামিম ইকবাল। ভারত সফর শেষ হয়েছে এখনও একমাস হয়নি। মাইক্রোফোন ছেড়ে ব্যাট হাতে তুলে নিলেন খান সাহেব। হোম অব ক্রিকেটে পুরনো রূপে টাইগার ওপেনার। শনিবার ইনডোরে কিছু সময় ব্যাটিং সেশন করেছিলেন। রোববার (৩ নভেম্বর) আউটারে খোলা আকাশের নিচে।

অবশ্য একা ছিলেন না তামিম। একের পর এক বল করেছেন জাতীয় দলের দুই সতীর্থ হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম। ব্যাটিংয়ের শুরুর দিকে একটু অস্বস্তিতে দেখা গেছে তামিমকে। হাসানের সুইং আর তাইজুলের ঘূর্ণি খেলতে ভালোই বেগ পেতে হয়েছে।

তবে সময়ের সঙ্গে ঠিকই নিজেকে মানিয়ে নিয়েছেন। মেন্টর হিসেবে পেয়েছেন সোহেল ইসলামকে। টেকনিকসহ মাইন্ডসেট নিয়ে একাধিকবার তামিমকে পরামর্শ দিয়েছেন বিসিবির এ কোচ।

মূলত বিপিএলের জন্য প্রস্তুতি শুরু করেছেন তামিম। যদিও এর আগে ডিসেম্বরের শুরুতে হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টিতে দেখা যেতে পারে তাকে।তবে দৃষ্টি আরও দূরে! পাকিস্তান মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি। সব ঠিক থাকলে জাতীয় দলের জার্সিতে আবারও দেখা যেতে পারে এ ওপেনারকে।

আগামী ৬ নভেম্বর থেকে মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফর‌ম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। সেখানে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরতে পারেন তামিম।


একুশে সংবাদ/ এস কে 

Link copied!