AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রেমিকের দেয়া আগুনে পুড়ে মারা গেলেন অলিম্পিক অ্যাথলেট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৪৪ পিএম, ৫ সেপ্টেম্বর, ২০২৪

প্রেমিকের দেয়া আগুনে পুড়ে মারা গেলেন অলিম্পিক অ্যাথলেট

আগুনে পুড়ে মৃত্যু হল প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ম্যারাথন দৌড়বিদ রেবেকা শেপেতেগেইয়ের। জানা গিয়েছে, তাঁর প্রেমিকই গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছেন। গত সপ্তাহে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে রেবেকার মৃত্যু হয়েছে। আগুন পুড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি তাঁর প্রেমিকও।

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ম্যারাথনে অংশ নিয়েছিলেন উগান্ডার দৌড়বিদ রেবেকা। তিনি ৪৪তম স্থানে শেষ করেন। কেনিয়ার এনডেবেসে নিজের বাড়িতেই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, গত রবিবার সন্তানদের নিয়ে গির্জায় প্রার্থনা করতে গিয়েছিলেন রেবেকা। ফেরার পর তাঁর সঙ্গে ঝগড়া শুরু করেন প্রেমিক ডিকসন এনডিয়েমা মারানগাশ। যে জমিতে তাঁদের বাড়ি, সেই জমির মালিকানা নিয়ে বিবাদ শুরু হয়। 

ঝগড়া কিছু ক্ষণ চলার পরে আচমকাই রেবেকার সারা গায়ে পেট্রল ঢেলে দেন মারানগাশ। তার পরে আগুন লাগিয়ে দেন। স্থানীয় পুলিশ কর্তা জেরেমিয়া কোসিয়ম বলেছেন, “বাড়ির বাইরেই ওঁরা ঝগড়া করছিলেন। হঠাৎই মারানগাশকে দেখা যায় রেবেকার গায়ে তরল কিছু পদার্থ ঢালতে। তার পরে আগুন লাগিয়ে দেন।”

স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় রেবেকাকে। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। শুক্রবারই নাইরোবিরই অন্য একটি হাসপাতালে স্থানান্তরের কথা ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রেবেকার অবস্থার অবনতি হতে থাকে। তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন। কেনিয়ার ওই হাসপাতালের কর্তা ডাক্তার ওয়েন মেনাশ বলেন, “দুর্ভাগ্যবশত গতকাল রাতে ওঁর সব অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়।”

কেনিয়ার এক সংবাদপত্রে রেবেকার এক সন্তান বলেছেন, “আমি মাকে বাঁচাতে গেলেও উনি (মারানগাশ) আমাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেন। সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য চিৎকার করতে থাকি। প্রতিবেশীদের ডাকি। ওঁরা গায়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন।” ঘটনায় শোকপ্রকাশ করেছে উগান্ডার অলিম্পিক্স কমিটি।
 

একুশে সংবাদ/ এস কে

 

 

Shwapno
Link copied!