জামালপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের বেলটিয়া এলাকায়, জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে।
নিহতরা হলো—জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে দিপু ওরফে বাবু (২২) এবং একই এলাকার আব্দুল জলিলের ছেলে রাসেল (২২)।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এসএম নূর মোহাম্মদ জানান, জামালপুর থেকে ঢাকাগামী কাচাঁ মরিচ বোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দিপু, রাসেল ও শ্যামল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত দিপু হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হন, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া আহত শ্যামল এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

