AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ যারা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২৩ পিএম, ৭ আগস্ট, ২০২৪
ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ যারা

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৪-২ গোলে বিধ্বস্ত করে প্যারিস অলিম্পিকে নারীদের ফুটবল ইভেন্টের ফাইনালে উঠেছে ব্রাজিল। লাতিন অঞ্চলের দেশটির শিরোপা নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। জার্মানির বিপক্ষে একমাত্র গোলের জয়ে ফাইনালে পা দিয়েছে তারা।

মার্সেইতে মঙ্গলবার রাতে সেমিফাইনালের লড়াইয়ে মাঠে ছিলেন না ব্রাজিলিয়ান তারকা মার্তা। কার্ডজনিত সমস্যার কারণে ৩৮ বছরের এই তারকা খেলতে না পারলেও সেলেসাওরা এদিন ছিল দুরন্ত। 

প্রথমার্ধেই দুই গোলের লিড পেয়ে মাঠ ছাড়ে। প্রথম গোলটি অবশ্য ছিল আত্মঘাতী। ষষ্ঠ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন আইরিন পেরেদেস। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লক্ষ্যভেদ করেন গাবি পোর্টিলহো।

বিরতির পর ৭১ মিনিটে  আদ্রিয়ানার নিশানাভেদেই কার্যত ব্রাজিলের জয়টা তাদের লাগালের ভেতর চলে আসে। স্পেনের হয়ে ৮৫ মিনিটে সালমা প্যারালুয়েলো নিশানাভেদে ব্যবধানটাই কেবল কমিয়েছিলেন।

যোগ করা সময়ের প্রথম মিনিটে বল জালে পাঠিয়ে স্পেনের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন কেরোলিন। ১১ মিনিট পর প্যারালুয়েলো আরেকটি সান্ত্বনাসূচক গোলের দেখা পান।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে সর্বশেষ ফাইনালে খেলেছিল ব্রাজিলের মেয়েরা। দীর্ঘ অপেক্ষার পর এবার সেই স্বাদ পাওয়া দলটি নিশ্চিতভাবেই স্বর্ণপদক জিতেই দেশে ফিরতে চাইবে।

এদিকে, ১২ বছরের অপেক্ষা শেষে ফাইনালের টিকিট কেটেছে যুক্তরাষ্ট্র। লিওনে হওয়া প্রথম সেমিফাইনালটির নির্ধারিত সময়ের খেলা গোলশুন্যভাবে শেষ হয়। ২৩ বর্ষী ফরোয়ার্ড সোফিয়া স্মিথের অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটে পাওয়া গোলটি ম্যাচের ফল নির্ধারণ করে।

আগামী শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় লিওনে ব্রোঞ্জপদক জয়ের জন্য লড়বে স্পেন ও জার্মানি। শনিবার পার্ক দ্য প্রিন্সেসে রাত ৯টায় ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!