প্যারিস অলিম্পিকে নাদালের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ দুঃসংবাদটি দিয়েছেন নাদালের কোচ কার্লোস ময়া।এবারের অলিম্পিকের টেনিস ইভেন্টের ম্যাচগুলো হবে ফ্রেঞ্চ ওপেনের কোর্টে। আর নাদালকে বলা হয় লাল কোর্টের রাজা। ২২টি গ্র্যান্ড স্লামের ১৪টি তুলে ছিলেন এই লালমাটির কোচ ফ্রেঞ্চ ওপেন থেকে।
প্যারিস অলিম্পিক টেনিসের একক ও দ্বৈত- দুই ইভেন্টে অংশ নেয়ার কথা ছিল এই স্প্যানিশ কিংবদন্তির। দ্বৈততে জুটি বেঁধে ছিলেন বর্তমান উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেনজয়ী কার্লোস আলকারাজের সঙ্গে। তবে সেখানে বাধা ইনজুরি।
স্পেনের এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে নাদালের সবশেষ অবস্থা প্রসঙ্গে ময়া বলেন, ‘গত বুধবার সকাল থেকে সে (নাদাল) অস্বস্তি অনুভব করেছে। বিকেলের দিকে আরো খারাপ হয়। ব্যাপারটা আরো খারাপ হওয়ার আগেই সে থেমেছে।
এরপর থেকে আর অনুশীলন করেননি ৩৮ বছর বয়সী এই টেনিস কিংবদন্তি। এ নিয়ে ময়ার বলেন, ‘এখন জোরাজুরির প্রয়োজন নেই। দেখা যাক সে কতটা সেরে ওঠে। আগামীকাল (শুক্রবার) এবং শনিবার (আগামীকাল) সে কেমন অবস্থায় থাকে, সেটা আমরা দেখব।’
এর আগে কোমরের চোট কাটিয়ে লম্বা সময় পর টেনিস কোর্টে ফেরেন নাদাল। গত সপ্তাহে সুইডেনের বাস্তাদে হওয়া এটিপি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন তিনি। তবে পর্তুগালের নুনো বোর্হেসের কাছে হেরে শিরোপা বঞ্চিত হন তিনি।
একুশে সংবাদ/ এস কে