AB Bank
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাত্র ২১ বলে যুবরাজের হাফ-সেঞ্চুরি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০০ পিএম, ২০ মার্চ, ২০২৪
মাত্র ২১ বলে যুবরাজের হাফ-সেঞ্চুরি

খেতাবি লড়াইয়ে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি যুবরাজ সিংয়ের। এক্কেবারে পরিচিত ঢংয়ে একের পর এক বলকে ফেলেন গ্যালারিতে। যদিও তার পরেও দলকে চ্যাম্পিয়ন করাতে পারলেন না নিউ ইয়র্ক সুপারস্টার স্ট্রাইকার্সের ক্যাপ্টেন। অ্যাশলে নার্স ও হ্যামিল্টন মাসাকাদজার জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে লেজেন্ডস ক্রিকেট ট্রফির খেতাব হাতে তোলেন রাজস্থান কিংসের দলনায়ক রবিন উথাপ্পা।

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে লেজেন্ডস ক্রিকেট ট্রফির ফাইনালে সম্মুখসমরে নামে যুবরাজ সিংয়ের নিউ ইয়র্ক সুপারস্টার স্ট্রইকার্স ও রবীন উথাপ্পার নেতৃত্বাধীন রাজস্থান কিংস। ১৫ ওভারের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে রাজস্থান। তারা নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৯ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।

নিশ্চিত শতরান হাতছাড়া করেন অ্যাশলে নার্স। তিনি ৯৭ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে সাজঘরে ফেরেন। অর্থাৎ, ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ৪১ বলের মারকাটারি ইনিংসে নার্স ১২টি চার ও ৬টি ছক্কা মারেন। এছাড়া ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৫৬ রান করেন মাসাকাদজা।

উথাপ্পা গত ম্যাচে ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৭৬ রান করেন। তবে ফাইনালে তিনি ৭ বলে ১৬ রান করে আউট হন। ২টি চার ও ১টি ছক্কা মারেন রবিন। নিউ ইয়র্কের জেরোমি টেলর ৪০ রানে ৩টি উইকেট দখল করেন। যুবরাজ সিং ২ ওভারে ৩০ রান খরচ করেও কোনও উইকেট পাননি।

পালটা ব্যাট করতে নেমে নিউ ইয়র্ক ১৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৯ রানে আকটে যায়। রাজস্থান কিংস ২০ রানে ফাইনাল জিতে ট্রফি হাতে তোলে। যুবরাজ সিং মাত্র ২১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২২ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩০ রান করেন চামারা কাপুগেদেরা।
 

লেজেন্ডস ক্রিকেট ট্রফি ২০২৪-এর সেরা ৫ রান সংগ্রহকারী:-
১. চাডউইক ওয়াল্টন- ৭ ম্যাচে ৩১৪ রান।
২. রবিন উথাপ্পা- ৭ ম্যাচে ২৮৪ রান।
৩. কেভিন ও‍‍`ব্রায়েন- ৬ ম্যাচে ২৫৭ রান।
৪. হ্যামিল্টন মাসাকাদজা- ৭ ম্যাচে ২২৮ রান।
৫. তিলকরত্নে দিলশান- ৬ ম্যাচে ২১৪ রান।

লেজেন্ডস ক্রিকেট ট্রফি ২০২৪-এর সেরা ৫ উইকেট সংগ্রহকারী:-
১. ক্রিস মফু- ৪ ম্যাচে ১০টি উইকেট।
২. ইকবাল আবদুল্লা- ৬ ম্যাচে ৯টি উইকেট।
৩. অনূরীত সিং- ৬ ম্যাচে ৯টি উইকেট।
৪. চতুরঙ্গ ডি‍‍`লিসভা- ৬ ম্যাচে ৯টি উইকেট।
৫. শাদব জাকাতি- ৭ ম্যাচে ৭টি উইকেট।
 

একুশে সংবাদ/এস কে

Link copied!