খেতাবি লড়াইয়ে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি যুবরাজ সিংয়ের। এক্কেবারে পরিচিত ঢংয়ে একের পর এক বলকে ফেলেন গ্যালারিতে। যদিও তার পরেও দলকে চ্যাম্পিয়ন করাতে পারলেন না নিউ ইয়র্ক সুপারস্টার স্ট্রাইকার্সের ক্যাপ্টেন। অ্যাশলে নার্স ও হ্যামিল্টন মাসাকাদজার জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে লেজেন্ডস ক্রিকেট ট্রফির খেতাব হাতে তোলেন রাজস্থান কিংসের দলনায়ক রবিন উথাপ্পা।
পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে লেজেন্ডস ক্রিকেট ট্রফির ফাইনালে সম্মুখসমরে নামে যুবরাজ সিংয়ের নিউ ইয়র্ক সুপারস্টার স্ট্রইকার্স ও রবীন উথাপ্পার নেতৃত্বাধীন রাজস্থান কিংস। ১৫ ওভারের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে রাজস্থান। তারা নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৯ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
নিশ্চিত শতরান হাতছাড়া করেন অ্যাশলে নার্স। তিনি ৯৭ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে সাজঘরে ফেরেন। অর্থাৎ, ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ৪১ বলের মারকাটারি ইনিংসে নার্স ১২টি চার ও ৬টি ছক্কা মারেন। এছাড়া ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৫৬ রান করেন মাসাকাদজা।
উথাপ্পা গত ম্যাচে ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৭৬ রান করেন। তবে ফাইনালে তিনি ৭ বলে ১৬ রান করে আউট হন। ২টি চার ও ১টি ছক্কা মারেন রবিন। নিউ ইয়র্কের জেরোমি টেলর ৪০ রানে ৩টি উইকেট দখল করেন। যুবরাজ সিং ২ ওভারে ৩০ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
পালটা ব্যাট করতে নেমে নিউ ইয়র্ক ১৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৯ রানে আকটে যায়। রাজস্থান কিংস ২০ রানে ফাইনাল জিতে ট্রফি হাতে তোলে। যুবরাজ সিং মাত্র ২১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২২ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩০ রান করেন চামারা কাপুগেদেরা।
লেজেন্ডস ক্রিকেট ট্রফি ২০২৪-এর সেরা ৫ রান সংগ্রহকারী:-
১. চাডউইক ওয়াল্টন- ৭ ম্যাচে ৩১৪ রান।
২. রবিন উথাপ্পা- ৭ ম্যাচে ২৮৪ রান।
৩. কেভিন ও`ব্রায়েন- ৬ ম্যাচে ২৫৭ রান।
৪. হ্যামিল্টন মাসাকাদজা- ৭ ম্যাচে ২২৮ রান।
৫. তিলকরত্নে দিলশান- ৬ ম্যাচে ২১৪ রান।
লেজেন্ডস ক্রিকেট ট্রফি ২০২৪-এর সেরা ৫ উইকেট সংগ্রহকারী:-
১. ক্রিস মফু- ৪ ম্যাচে ১০টি উইকেট।
২. ইকবাল আবদুল্লা- ৬ ম্যাচে ৯টি উইকেট।
৩. অনূরীত সিং- ৬ ম্যাচে ৯টি উইকেট।
৪. চতুরঙ্গ ডি`লিসভা- ৬ ম্যাচে ৯টি উইকেট।
৫. শাদব জাকাতি- ৭ ম্যাচে ৭টি উইকেট।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :