আর কিছুদিন পরই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসরের শিরোপা জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গঠন করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে আসর শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে দলটি।
কেকেআর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। জানা গেছে, আইপিএল শুরুর ১২ দিন আগে কেকেআর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন জেসন রয়। তারকা এই ক্রিকেটারের পরিবর্তে কলকাতা দলে নিয়েছে ফিল সল্টকে।
গতবার সাকিব আল হাসানের পরিবর্তে জেসন রয়কে দলে নিয়েছিল কলকাতা। ইংলিশ এই ক্রিকেটার জানান, ব্যক্তিগত কারণেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। অবশ্য জেসন রয়ের পরিবর্তে সল্টকে দলে নেয়ায় বাড়তি সুবিধা পাবে কলকাতা।
জেসন রয় বলেন, ‘আইপিএল না খেলার সিদ্ধান্ত নেয়াটা আমার জন্য সহজ ছিল না। সেই জানুয়ারি থেকে আমি বিভিন্ন দেশে ঘুরছি। একবারের জন্যও বাড়ি যেতে পারিনি। বহুদিন হলো পরিবারের সঙ্গে সময় কাটাই না। আমি কেকেআরের পাশে আছি, সতীর্থদের প্রতি পূর্ণ সমর্থন থাকবে। তাদের জন্য শুভেচ্ছা রইল।’
কেকেআরের একজন বিদেশি ওপেনারের প্রয়োজন ছিল। সেই জায়গায় সল্টকে পাওয়ায় লাভ হল কেকেআরের। দলটির আফগানিস্তানের ক্রিকেটার গুরবাজ কোনো কারণে ব্যাট হাতে ব্যর্থ হলে সল্টকে খেলানো যাবে, যেহেতু দুইজনই উইকেটরক্ষক।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

