AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল সানরাইজার্স


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫৭ পিএম, ৪ মার্চ, ২০২৪
নতুন অধিনায়কের নাম ঘোষণা করল সানরাইজার্স

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ২০২৪)-এর জন্য নিজেদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার, ৪ মার্চ, আসন্ন আইপিএল ২০২৪-এর জন্য তাদের নতুন অধিনায়কের নাম সোশ্যাল মিডিয়া মাধ্যমে ঘোষণা করেছে সানরাইজার্স হায়দরাবাদ। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্সকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

এইডেন মার্করামের জায়গায় অধিনায়ক হিসাবে প্যাট কামিন্সের নাম ঘোষণা করা হয়। আসলে দক্ষিণ আফ্রিকার মার্করামের স্থলাভিষিক্ত হবেন অজি তারকা কামিন্স। এইডেন মার্করাম গত মরশুমে SRH-এর দায়িত্ব নিয়েছিলেন। তার নেতৃত্বে, হায়দরাবাদের পারফরম্যান্স খুব খারাপ ছিল, দলটি ১৪ ম্যাচের মধ্যে ১০টিতে হেরেছিল। এবং সেই কারণেই পয়েন্ট টেবিলের নীচে ১০ তম স্থানে দাঁড়িয়েছিল। দলের পারফরম্যান্সের উন্নতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের টিম ম্যানেজমেন্ট।

হয়তো এটা আগে থেকেই ঠিক করা হয়েছিল। সেই কারণেই সানরাইজার্স হায়দরাবাদ এবারের মিনি নিলামে প্যাট কামিন্সের জন্য অনেক টাকা খরচ করেছিল। SRH এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে দলে নিতে খরচ করেছিল ২০.৫০ কোটি টাকা। দলে অন্তর্ভুক্ত হওয়ার পরে জল্পনা চলছিল, এমন পরিস্থিতিতে তার অধিনায়ক হওয়াটা সময়ের অপেক্ষা ছিল। স্বাভাবিক ভাবেই প্য়াট কামিন্সের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারই ঘোষণা করা হয়।

গত ৯ মাস ক্রিকেট বিশ্বে প্যাট কামিন্সের জন্য নজিরবিহীন ছিল। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিল। তাঁর নেতৃত্বে দলটি অ্যাশেজ ধরে রাখতেও সফল হয়েছিল। এছাড়া ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ জিততেও সফল হয়েছিল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স গত বছর আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন এবং আইসিসি টেস্ট দলের অধিনায়কও নিযুক্ত হন। প্যাট কামিন্সের নেতৃত্বে এ বছর সানরাইজার্স হায়দরাবাদের পারফরম্যান্সের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ার অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে ২০১৬ সালে শেষ শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ।

সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল ২০২৪ স্কোয়াড-
প্যাট কামিন্স (অধিনায়ক), আব্দুল সামাদ, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, মার্কো জনসন, রাহুল ত্রিপাঠী, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, সানভির সিং, এনরিখ ক্লাসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগরওয়াল, টি. নটরাজান, আনমন সিং, মায়াঙ্ক মারকান্ডে, উপেন্দ্র সিং যাদব, উমরান মালিক, নীতীশ কুমার রেড্ডি, ফজলহক ফারুকি, শাহবাজ আহমেদ, ট্র্যাভিস হেড, ওয়ানিন্দু হাসরাঙ্গা, জয়দেব উনাদকাট, আকাশ সিং, জাথাভেদ সুব্রামনিয়ান।
একুশে সংবাদ/এস কে

Link copied!