AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএলে মুশফিকের লজ্জার রেকর্ড


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৯:৫৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

বিপিএলে মুশফিকের লজ্জার রেকর্ড

দশম বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।বিপিএল ইতিহাসে লজ্জার রেকর্ডে নাম লেখালেন তরুণ পেসার মুশফিক হাসান। বিপিএলের ইতিহাসে চার ওভারের স্পেলে সবচেয়ে বেশি রান দিয়েছেন তিনি।

সোমবার টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ১৮৫ রান সংগ্রহ করে রংপুর। কুমিল্লার পেসার মুশফিক মুশফিক হাসান ৪ ওভারে দেন ৭২ রান। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ।

চলতি বিপিএলে চার ওভারের স্পেলে সবচেয়ে বেশি খরুচে বোলার হিসেবে নাম লিখিয়েছিলেন আরেক দেশীয় ক্রিকেটার আল আমিন হোসেন। কুমিল্লার বিপক্ষে ৪ ওভারে ৬৯ রান দিয়েছিলেন তিনি। আজ তার রেকর্ড ভাঙলেন মুশফিক।

জনপ্রিয় এই টুর্নামেন্টটিতে ইতিহাস গড়লেও টি-২০ ক্রিকেটে যৌথভাবে অষ্টম খরুচে বোলার এখন মুশফিক। টি-২০ ক্রিকেটে চার ওভারের স্পেলে সবচেয়ে খরুচে বোলার ম্যাটি ম্যাককির্নান। ডার্বিশায়ারের এই বোলার ৪ ওভারে ৮২ রান দিয়ে খরুচে বোলারের তালিকায় শীর্ষে রয়েছেন। ২০২২ সালে সামারসেটের বিপক্ষে এই রেকর্ড গড়েন ম্যাককির্নান।

টি-২০ ক্রিকেটে সবচেয়ে খরুচে পাঁচ বোলার

ম্যাটি ম্যাককির্নান- ৪ ওভারে ৮২ রান
সরমাদ আনোয়ার- ৪ ওভারে ৮১ রান 
বেন স্যান্ডারসন- ৪ ওভারে ৭৭ রান
কায়েস আহমেদ- ৪ ওভারে ৭৭ রান
কাসুন রাজিথা- ৪ ওভারে ৭৫ রান

একুশে সংবাদ/এস কে

Link copied!