দুবাইয়ে চলছে বিচ সকার ফুটবল বিশ্বকাপ। প্রতিযোগিতার ১২তম আসরে অংশ নিয়েছে ৬ মহাদেশের ১৬টি দেশ। টুর্নামেন্টের সর্বোচ্চ ৫ বারের শিরোপা জিতেছে ব্রাজিল বিচ সকার ফুটবল দল। এবারও সেই পথেই এগোচ্ছে সেলেসাওরা।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত আটটায় সেমিফাইনালের লড়াইয়ে নামে ব্রাজিল। এশিয়ার দেশ ইরানের সঙ্গে দুর্দান্ত লড়াই করে শেষদিকে এসে জয়ের দেখা পায় সেলেসাওরা। মোট পাঁচ গোলের ম্যাচে ব্রাজিল ৩-২ গোলে ইরানকে হারিয়েছে।
ম্যাচের প্রথমার্ধেই গোল হজম করে ব্রাজিল। ইরানের আলী মীর শেখারি দলকে এগিয়ে নেন ০-১ গোলে। ম্যাচে সমতা ফেরানোর জন্য চেষ্টা করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে ইরান-ব্রাজিল দুই দলই গোলের দেখা পায়।
দ্বিতীয়ার্ধ শেষে ১-২ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। তবে তৃতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। আলিসন গোল করলে ২-২ গোলে সমতায় ফেরে ব্রাজিল। ইরানের স্বপ্ন ভেঙে ম্যাচের শেষ মুহূর্তে ব্রাজিলের পক্ষে জয়সূচক গোলটি করেন ব্রেন্দো।
ফাইনাল ম্যাচে আজ রাত সাড়ে ৯টায় ইতালির বিপক্ষে নামবে ব্রাজিল।
একুশে সংবাদ/এস কে