AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে, সাজেকে আটকা পর্যটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
১০:৩৪ এএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে, সাজেকে আটকা পর্যটক

খাগড়াছড়িতে এক পাহাড়ি নারীকে নির্যাতনের ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

সাজেক ভ্যালিতে অন্তত দুই হাজার পর্যটক আটকা পড়েছেন বলে পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। খাগড়াছড়ি-সাজেক পরিবহন কাউন্টারের কর্মকর্তা মো. আরিফ জানান, শুক্রবার প্রায় ২০০ গাড়ি সাজেকে যায়, যেখানে প্রায় দুই হাজার পর্যটক ছিলেন। শনিবারও সাজেকগামী বেশ কিছু গাড়ি প্রস্তুত থাকলেও প্রশাসনের অনুমতি ছাড়া ছাড়তে দেওয়া হয়নি।

অবরোধকারীরা খাগড়াছড়ি শহরের বলপাইয়ে আদাম এলাকায় ছয়-সাতটি গাড়ি আটকে রেখেছে। যাত্রীরা বাধ্য হয়ে হেঁটে শহরে প্রবেশ করছেন। দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা একাধিক নৈশ কোচও জেলার বিভিন্ন স্থানে আটকে আছে।

শহরের ভেতর ও বাইরে—ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি অঞ্চলের সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধ কার্যকর করা হচ্ছে।

আটকা পড়া কয়েকজন পর্যটক জানান, খাগড়াছড়িতে এসে তারা সমস্যায় পড়েছেন। নোয়াখালী থেকে আসা মো. ফারুক বলেন, “বন্ধুদের নিয়ে সাজেকে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। এখানে এসে অবরোধে আটকা পড়েছি।” গাজীপুর থেকে আসা পর্যটক মো. সোলাইমান বলেন, “ছোট ছেলে-মেয়ে নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি। গাড়ি ছাড়বে কি না বুঝতে পারছি না।”

এদিকে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকায় এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করা হয়। সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন শয়ন শীলকে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!