রোববার মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামা লিভারপুল মিডফিল্ডার থিয়াগো আলচানতারা আবারো ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন বলে ক্লাবের একটি সূত্র ইএসপিএন’কে নিশ্চিত করেছে।
৩২ বছর বয়সী থিয়াগো রোববার আর্সেনালের কাছে ৩-১ গোলে পরাজয়ের ম্যাচটিতে ৮৫ মিনিটে মাঠে নেমেছিলেন। ১০ মাসের মধ্যে এটি তার প্রথম ম্যাচ। এ্যানফিল্ডে এটাই তার চুক্তির শেষ বছর। কিন্তু ম্যাচের পর পেশীর ইনজুরিতে পড়ে আরো একবার সাইডলাইনে চলে গেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
২০২৩ সালের এপ্রিলে ওয়েস্ট হ্যামের বিপক্ষে থিয়াগো সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। এরপর পাঁচ মিনিটের জন্য আর্সেনালের বিপক্ষে খেলতে নেমেছেন। ইনজুরির কারনে লিভারপুলের সময়টা মোটেই ভাল যাচ্ছেনা থিয়াগোর। গত মৌসুমে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার সাবেক এই প্লেমেকার মাত্র ১৮ ম্যাচ খেলেছেন। এর মধ্যে চারটি ছিল বদলী হিসেবে।
থিয়াগোর ইনজুরি লিভারপুল বস জার্গেন ক্লপের জন্য অনেক বড় একটি দু:শ্চিন্তায় বিষয়। চলতি মৌসুমে এখনো চারটি শিরোপার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে লিভারপুল।
আগামী শনিবার প্রিমিয়ার লিগের পরবর্তী মাচে এ্যানফিল্ডে বার্নলিকে স্বাগত জানাবে লিভারপুল।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

