AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মরিনহো বরখাস্ত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৪৮ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৪

মরিনহো বরখাস্ত

কিছুদিন আগেই ইতালিয়ান ক্লাব এএস রোমায় ভালো থাকার কথা জানিয়েছিলেন হোসে মরিনহো। ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বর্তমান ক্লাবকেই প্রাধান্য দেন। কিন্তু কয়েকদিন না পেরোতেই বরখাস্তের শিকার ‘দ্য স্পেশাল ওয়ান’।

এর আগে ইংলিশ ক্লাব টটেনহ্যামের ডাগআউট থেকে বরখাস্ত হয়েছিলেন মরিনহো। রোমার শোকেসে ইতিহাসে প্রথমবারের মতো কনফারেন্স লিগের ট্রফি যোগ করা সত্ত্বেও কিংবদন্তি এই কোচের বিদায়টা বেশ অনাকাঙ্ক্ষিত উপায়েই হলো!

মূলত চলতি মৌসুমে যাচ্ছে তাই খেলছে রোমা। শিষ্যদের বাজে পারফরম্যান্সের চূড়ান্ত দায়টা নিতে হলো মরিনহোকেই। ইতালিয়ান লিগ সিরি আ’য় ২০ ম্যাচের মধ্যে ৭টিতেই হেরেছে পর্তুগিজ কোচের দল। ফলে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে নেমে গেছে তারা।

আগামী চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়া নিয়ে শঙ্কায় আছে দলটি। এতে রোমা কর্তৃপক্ষ কঠিন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো! দলটির মালিক ড্যান ও রায়ান ফ্রাইডকিন এক যৌথ বিবৃতিতে মরিনহোকে ছাটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সেখানে বলা হয়, ‘এএস রোমায় যোগ দেওয়ার পর থেকে তার (মরিনহো) নিবেদন ও চেষ্টার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। তার সব স্মৃতি আমরা মনে রাখব। তবে তাৎক্ষণিকভাবে ক্লাবের আগ্রহে বড় পরিবর্তন এসেছে। হোসে এবং তার সহযোগীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি।’

২০২১ সালের এপ্রিলে টটেনহ্যাম থেকে বরখাস্ত হওয়ার দুই সপ্তাহ পরই রোমায় যোগ দিয়েছিলেন মরিনহো। ২০২২ সালে রোমাকে কনফারেন্স লিগ জিতিয়েছেন, গত বছর তুলেছিলেন ইউরোপা লিগের ফাইনালেও। কনফারেন্স কাপ আর ইউরোপা লিগে সাফল্য থাকলেও সিরি ‘এ’তে রোমা খুব একটা ভালো করতে পারেনি।

মরিনহো যোগ দেওয়ার পর শেষ হওয়া দুটি লিগেই রোমা শেষ করেছে লিগের পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। চলতি মৌসুমেও অবস্থা ভালো নয়। লিগে পয়েন্ট তালিকার ৯ নম্বরে। সর্বশেষ তিন ম্যাচে জয় পায়নি। এছাড়াও মরিনহোর ছাটাইয়ের পেছনে আরো একটি বিষয় ভূমিকা রাখতে পারে।

সেটি হলো- ডাগআউটে দাঁড়িয়ে একাধিকবার রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে নিষেধাজ্ঞা পাওয়া। গত মৌসুমে একটি ম্যাচ হারের পর রেফারি অ্যান্থনি টেইলরকে হুমকি ও হেনস্থার অভিযোগ ওঠে মরিনহোর বিপক্ষে।

একাধিকবার শৃঙ্খলা ভঙ্গের দায়ে রোমার ডাগআউট থেকে কয়েক দফায় নিষেধাজ্ঞা পান ৬০ বছর বয়সী এই কোচ। সর্বশেষ রোববারও দলের হারের দিনে তিনি একই কারণে থাকতে পারেননি। অর্থাৎ রোমা সমর্থকদের শেষ বিদায়টাও জানানো হলো না এই স্পেশাল ওয়ানের।


একুশে সংবাদ/এস কে 

Link copied!