AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাজিলের দায়িত্বে থাকছেন রদ্রিগেজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:০৪ পিএম, ৫ জানুয়ারি, ২০২৪
ব্রাজিলের দায়িত্বে থাকছেন রদ্রিগেজ

লম্বা সময় ধরে দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। মাঠের পারফরম্যান্স তো বটেই, মাঠের বাইরেও টালমাটাল সময় কাটছে তাদের। একের পর এক ধাক্কায় নিজেদের ঐতিহ্য হারিয়ে খুঁজছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে বরখাস্ত হওয়ার একমাস পর ফের ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রধান হয়ে ফিরেছেন এদনালদো রদ্রিগেজ। খবর রয়টার্সের।সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘ব্রাজিল সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় সেই পদ ফিরে পেতে যাচ্ছেন রদ্রিগেজ। ব্রাজিলের বিচারমন্ত্রী গিলমার মেন্দেজ বৃহস্পতিবার এই আদেশ দিয়েছেন।’

এর আগে গত বছরের ডিসেম্বরে রিও ডি জেনেইরো আদালতের রায়ে সিবিএফ প্রধানের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রদ্রিগেজ। এ ঘটনার পরপরই দেশটির ফুটবল ফেডারেশনকে সতর্ক করে ফিফা।

সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসের (এসটিজেডি) সভাপতিকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়েছিলেন আদালত। এ কারণে ফিফা তখন দফায় দফায় চিঠি পাঠিয়েছিল ব্রাজিলকে।

তাতে বলা হয়েছিল, আদালত কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তিকে সিবিএফের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে ফিফা মানবে না। কারণ ফুটবলের ব্যাপারে কোনো রকম সরকারি হস্তক্ষেপ ফিফা পছন্দ করে না। নিয়ম ভাঙার দায়ে যেকোনো দলকে যেকোনো টুর্নামেন্ট থেকেই বহিষ্কার করতে পারে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। এক মাস আগের ঘটনা আবারো মনে করিয়ে দিয়েছেন মেন্দেজ।

মেন্দেজ এক বিবৃতিতে বলেন, ‘এমন পরিস্থিতিতে একটা ঝুঁকি তো থেকেই যাচ্ছে। ২০২৪ প্যারিস অলিম্পিকের বাছাই পর্বকে সামনে রেখে আগামীকালের (৫ জানুয়ারি, ২০২৪) মধ্যে খেলোয়াড়দের নাম নিবন্ধন করতে হবে।’

উল্লেখ্য, ২০২১ সালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন রদ্রিগেজ। এরপর তিনি ২০২২ সালে সভাপতিই নির্বাচিত হয়েছেন। ২০২৬ পর্যন্ত তার মেয়াদ রয়েছে।

একুশে সংবাদ/এস কে 

Link copied!