আইসিসি ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ব্যাট করছে নিউজিল্যান্ড। যেখানে লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে শুরুতেই উইকেট বিলিয়ে দিয়েছেন কিউই ওপেনার উইল ইয়ং।
এ প্রতিবেদন খেলা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১.১ ওভারে এক উইকেটে ১০ রান।
বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ইংল্যান্ড। যেখানে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান সংগ্রহ করে ইংলিশরা। এতে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৮৩ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ক্রিস ওকসের প্রথম ওভারেই ১০ রান নেন কনওয়ে।
ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইল ইয়ংকে জস বাটলারের তালুবন্দী করেন স্যাম কুরান। এ ম্যাচে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেছেন তিনি।
এরপর বাইশ গজে আসেন রাচিন রবীন্দ্র। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ডেভন কনওয়ে।
একুশে সংবাদ/স ক