ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১২ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মাদক ও কসমেটিকস জব্দ করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতভর পৃথক অভিযানে এসব মালামাল আটক করে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাটের কাতলমারী, শ্রীবরদীর রাজাপাহাড় ও নালিতাবাড়ীর রঙ্গনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৬ বোতল ভারতীয় মদ, ৮৭ বোতল ফেন্সিডিল, জনসন বেবি শ্যাম্পু ১,৪২০ পিস, পন্ডস ফেসওয়াশ ১,৬৮০ পিস এবং নেভিয়া সফট ক্রিম ৯৬০ পিস জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১২ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে