চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের পূর্ব কাছিয়াড়া পালোয়ান বাড়ির প্রধান সড়কের বেহাল দশা এলাকাবাসীর জীবনে চরম কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় সড়কটি ভেঙে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় এক দশক ধরে সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টির পানি জমে কাদা ও পানিতে ভরে যায় পুরো রাস্তা। ফলে পথচারীদের চলাচল তো দূরের কথা, রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন।
এলাকাবাসী আরও জানান, বিগত বন্যার সময় সড়কের এ বেহাল দশা নিয়ে সংবাদপত্রে খবর প্রকাশিত হলেও এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেননি। এতে মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, শুধু রাস্তা সংস্কার করলেই সমস্যার সমাধান হবে না; পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা করা এবং পানি প্রবাহের পথ খোলা রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই অবস্থায় দ্রুত সড়ক সংস্কার ও স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষের প্রতি ভুক্তভোগী এলাকাবাসী জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

