ম্যারাথন দৌড়ে আবারও বিশ্বরেকর্ড টাইজিস্ট আসেফা! ২৬ বছর বয়সী ইথিওপিয়ার এই দৌড়বিদ নারী ম্যারাথনের এতদিনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন। জার্মানির বার্লিন ম্যারাথনে একটি রুদ্ধশ্বাস পারফরম্যান্সের মাধ্যমে তিনি এই নতুন রেকর্ডটি নিজের ঝুলিতে পুরেছেন।
তিনি মাত্র ২ ঘণ্টা ১১ মিনিট ৫৩ সেকেন্ডের সময়ে দৌড় শেষ করে নতুন বিশ্বরেকর্ড গড়েন। গত আসরে তিনিই সেরার শিরোপা জিতেছিলেন। আসেফা কেবলমাত্র তার চমৎকার প্রদর্শন ও ফিনিশিং টাইমের জন্য নয়, দৌড়ে ব্যাবহার করা Adizero Adios Pro Evo 1s, এডিডাসের জুতোজোড়া সকলের নজর কেড়েছে।

এতদিন মহিলা ম্যারাথনের বিশ্বরেকর্ডটি কেনিয়ার ব্রিজিদ কোসগেইয়ের দখলে ছিল। ২০১৯ সালের শিকাগো ম্যারাথানে ২ ঘণ্টা ১৪ মিনিটি সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন। তবে তাঁর থেকেও ২ মিনিট কম সময়ে দৌড় শেষ করে রেকর্ডটি নিজের নামে করেন আসেফা। ৮০০ মিটার দৌড়ে সাফল্যের কৃতিত্ব অর্জনের পর আসেফা বলেন, `আমি জানতাম যে আমি বিশ্বরেকর্ড ভাঙার চেষ্টা চালাব, কিন্তু কখনও ভাবিনি যে এবারই সফল হতে পারব। এটা কঠোর পরিশ্রমেরই ফল।’

আসেফা এই রেসে অ্যাডিডাসের Adizero Adios Pro Evo 1 মডেলের জুতো ব্যাবহার করেছে। জয়ের পর থেকেই বেশ চর্চায় এই জুতো। এটি শুধুমাত্র একটি রেসের জন্য ডিজাইন করা হয়েছে বলে জানা গেছে। এই জুতোর মডেলটির আনুমানিক বাজার মূল্য হতে পারে ৪০০ পাউন্ড ( ভারতীয় টাকায় প্রায় ৪০,৪২,৩১৬ টাকা)। মাত্র ১৩৮ গ্রাম ওজনের জুতোয় আছে ৩৯-মিলিমিটার হিল, যা রনারকে আরও বেশি গতিতে দৌঁড়াতে সাহায্য করে। জুতাটি অন্যান্য অ্যাডিডাসের রেসিং সুপার জুতার তুলনায় ৪০% হালকা।গত কয়েক বছরের ম্যারাথন দৌড়ে এই ধরণের সুপার জুতোর উত্থানের প্রাধান্যর কারণ স্পোর্টস ব্র্যান্ডগুলি বিজ্ঞানকে ব্যবহার করে এমন জুতো তৈরি করতে চায় যা দৌড়বিদদের দৌড়ের সময়ের কয়েক মিনিট না হলেও কয়েক সেকেন্ড বাঁচাতে সাহায্য করতে পারে।

নতুন এই রেকর্ডের পর আশা করা যায় আগামী বছর প্যারিস অলিম্পিকে ইথিওপিয়ার দলে নাম লেখাতে যাচ্ছেন তিনি। তবে এবিষয়ে তিনি বলেন, `আমি আমার কাজ করেছি। এ বিষয়ে সিদ্ধান্ত আমার নেওয়ার নয় , নেবেন কর্মকর্তারা। আমাকে দলে রাখার বিষয়টি জাতীয় কমিটির ওপর নির্ভর করছে।’ এই প্রতিযোগিতায় তার থাকে ৬ মিনিট পেছনে থেকে দ্বিতীয় স্থান অধিকার করেন কেনিয়ার শেইলা চেপকিরুই এবং তৃতীয় হয়েছেন তানজানিয়ার ম্যাগডালেনা শাউরি।
একুশে সংবাদ/স ক



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

