AB Bank
ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর, ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আর্সেনালের সঙ্গে নতুন চুক্তিতে অধিনায়ক ওডেগার্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৩ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৩
আর্সেনালের সঙ্গে নতুন চুক্তিতে অধিনায়ক ওডেগার্ড

আর্সেনালের সঙ্গে ৫ বছরের চুক্তিতে সই করেছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। এর ফলে গানারদের সঙ্গে দীর্ঘ সময়ের জন্য গাটবদ্ধ হলেন তিনি।

 

বুকায়ো সাকা, গাব্রিয়েল মার্টিনেলি ও উইলিয়াম সালিবার পথ অনুসরণ করে গানারদের সঙ্গে নতুন চুক্তিতে যুক্ত হয়েছেন ২৩ বছর বয়সি এই মিডফিল্ডার। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির পেছনে থেকে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করা  আর্সেনালের হয়ে ১৫টি গোলের পাশাপাশি ৭টি গোলে সহায়তা করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। এই মৌসুমে সব প্রতিযোগিতায় এখনো পর্যন্ত তিন গোল করেছেন তিনি।

 

২০২১ সালের জানুয়ারিতে রিয়াল থেকে ধারের খেলোয়াড় হিসেবে যোগ দেয়া নরওয়েজিয়ান এই আন্তর্জাতিক তারকা বলেছেন,‘ সিদ্ধান্তটি আমার জন্য বেশ সহজ ছিল। আমি আগেও অনেকবার বলেছি, প্রথমদিন থেকেই এখানে আমি নিজ গৃহের অনুভুতি পেয়েছি।’

 

তিনি বলেন,‘ ধারের খেলোয়াড় হিসেবে আমাকে অনেক ঘুরাঘুরি করতে হয়েছে। যে কারণে এক জায়গায় থিতু হবার জন্য আমাকে সংগ্রাম করতে হয়েছে। আমার মনে হয়েছে বসতি স্থাপনের জন্য এবং বাড়ী করার জন্য আমার একটি জায়গার দরকার।’

 

নতুন চুক্তির ঘটনাটি আর্সেনালের জন্য ‘দারুন খবর’ বলে উল্লেখ করেছেন কোচ মিকেল  আর্তেতা। তিনি বলেন ‘আমি তাকে নিয়ে খুবই খুশি এবং তিনি এর দাবীদার।’

 

একুশে সংবাদ/স ক

Link copied!