AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আল-ফায়হার সাথে পয়েন্ট ভাগাভাগি করলো আল নাসর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৫৩ এএম, ১০ এপ্রিল, ২০২৩

আল-ফায়হার সাথে পয়েন্ট ভাগাভাগি করলো আল নাসর

প্রথম দু’বার পর্তুগালের জার্সিতে এবং সর্বশেষ আল-নাসরের হয়ে দুই গোল করেন সিআরসেভেন।টানা তৃতীয় ম্যাচে জোড়া গোল করে বিরল এক হ্যাটট্রিক করেছিলেন সর্বশেষ ম্যাচেই। রোববার (৯ এপ্রিল) রাতে সৌদি প্রো লিগে আল-ফায়হারের মুখোমুখি হয়েছিল আল নাসর। এ ম্যাচে গোলশূন্য ছিলেন রোনালদো। এতে তার ক্লাব আল নাসরও গোল শূন্য ড্রয়ে পয়েন্ট ভাগ করে মাঠ ছেড়েছে।

 

জাতীয় দল ও ক্লাবের জার্সিতে সবশেষ তিন ম্যাচে ছয় গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিটি ম্যাচেই জোড়া গোল করেছেন তিনি। অবশেষে উড়ন্ত রোনালদোকে থামাল সৌদি ক্লাব আল-ফায়হার।


এর আগে পর্তুগালের জার্সিতে ইউরো বাছাই পর্বের ম্যাচে লিখটেনস্টেইন ও লুক্সেমবার্গের  বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো। এরপর আল নাসরের হয়ে গত ৪ এপ্রিল আল-আদাহর বিপক্ষেও জোড়া গোল করেন।

 

গতকালের ম্যাচেই একাধিক সুযোগ পেয়েছিলেন জোড়া গোল করার জন্য। ম্যাচের দুই অর্ধে গোলের ফিফটি-ফিফটি সুযোগ কাজে লাগাতে না পারায় আর স্কোরশিটে নাম লেখাতে পারেনননি।


এদিকে পয়েন্ট ভাগাভাগির পর ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রো লিগ টেবিলের দুইয়ে রইল রোনালদোর ক্লাব আল নাসর। শীর্ষে থাকা আল ইতিহাদ আল ওয়েদার মাঠে ২-০ গোলে জিতেছে। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট আল ইতিহাদের।
 

একুশে সংবাদ.কম/ডে বা/সম 

Shwapno
Link copied!