AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরাসি কাপ থেকে মেসিদের বিদায়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:০৬ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
ফরাসি কাপ থেকে মেসিদের বিদায়

ফরাসি কাপের শেষ ষোলো থেকেই বিদায় নিল পিএসজি। আবার ব্যর্থতার মুখে লিওনেল মেসি, নেইমারের ক্লাব। বুধবার রাতে মার্সেইয়ের কাছে ১-২ ব্যবধানে হেরে গেল পিএসজি। প্রায় এক দশক পর ঘরের মাঠে পিএসজি-র বিরুদ্ধে জয় পেল মার্সেই। অন্য দিকে, মরক্কোর রাবাতে আল আহলিকে অনায়াসে ৪-১ হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেল রিয়াল মাদ্রিদ।

 

শেষ বার ঘরের মাঠে ২০১১-য় পিএসজিকে হারিয়েছিল মার্সেই। বুধবার শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে তারা। মেসি, নেইমাররা দাঁত ফোটানোর জায়গা পাননি। অ্যালেক্সিস স্যাঞ্চেস প্রথমার্ধে এগিয়ে দেন মার্সেইকে। সংযুক্তি সময়ে সমতা ফেরান সের্জিয়ো রামোস। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল রুসলান মালিনোভস্কির।

 

চলতি মৌসুমে এটা পিএসজি-র তৃতীয় হার। তার থেকেও বড় ব্যাপার, কিছু দিন পরেই চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ খেলতে আসতে পারে প্যারিসে। তার আগে মেসিদের এই হার মোটেই স্বস্তিতে রাখবে না। ইগর টুডোরের মার্সেই শুরু থেকে যে ভাবে মৌসুমে সমৃদ্ধ দলকে ব্যতিব্যস্ত করে রেখেছিল, তাতে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। মেসিকে প্রায় নিষ্প্রভই লেগেছে। নেইমারের দূরপাল্লার একটি শট পোস্টে লাগে। চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে না থাকার অভাব ভুগতে হল পিএসজিকে।

 

এ দিকে, মিশরের ক্লাব আল আহলিকে ৪-১ উড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে যেতে অসুবিধা হল না রিয়াল মাদ্রিদের। প্রথমার্ধে রিয়ালকে ২-০ এগিয়ে দেন ভিনিসিয়াস এবং ফেদেরিকো ভালভার্দে। দ্বিতীয়ার্ধে গোল করেন রদ্রিগো এবং সের্জিয়ো আরিবাস। শনিবার ফাইনালে রিয়াল খেলবে সৌদি আরবের আল হিলালের বিরুদ্ধে। মঙ্গলবার অপর সেমিফাইনালে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোকে ৩-২ হারিয়েছে আল হিলাল।

 

মোট সাত বার ক্লাব বিশ্বকাপ জিতেছে রিয়াল। এই রেকর্ড কারওর নেই। শেষ বার তারা ২০১৮ সালে এই প্রতিযোগিতায় জেতে। তবে ক্লাব বিশ্বকাপে করিম বেঞ্জেমা-সহ ছ’জন প্রথম সারির ফুটবলার চোটের কারণে খেলছেন না।

একুশে সংবাদ/আ/ সম 

Link copied!