AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সকালে এক রানেই ফিরে গেলেন সেঞ্চুরিয়ান লিটন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১০:২২ এএম, ২৭ নভেম্বর, ২০২১
সকালে এক রানেই ফিরে গেলেন সেঞ্চুরিয়ান লিটন

চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিন (শনিবার) ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতেই উইকেট হারিয়েছে স্বাগতিকরা। আগের দিন সাদা পোশাকে অভিষেক সেঞ্চুরি হাঁকানো লিটন কুমার দ্বিতীয় ওভারেই ফিরে যান। হাসান আলীর বলে এলবির আবেদন উঠলে আম্পায়ার সম্মতি দেননি। 

তবে রিভিউ করে ঠিকই লিটনের বিদায় নিশ্চিত করে পাকিস্তান। পঞ্চম উইকেট জুটিতে লিটন ও মুশফিক ৪২৫ বলে ২০৬ রান তোলেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ৮৯ ওভারে ৫ উইকেটে ২৬০ রান করেছে বাংলাদেশ। 

এদিন মাত্র এক রান যোগ করে বিদায় নেন লিটন। ২৪৪ বলে ১১টি বাউন্ডারি ও এক ছক্কায় ১১৪ রান করেন তিনি। 

এর আগে লিটন ও মুশফিকুর রহিমের দুর্দান্ত জুটিতে ভর করে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আলোক স্বল্পতায় ৮৫ ওভারেই প্রথম দিনের খেলা শেষ হলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুশফিক ও লিটন। ২২৫ বলে ১১৩ রান নিয়ে অপরাজিত থাকেন লিটন এবং মুশফিক ৮২।  

একুশে সংবাদ/এসএস/

Link copied!