কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের নয় ঘণ্টা পর রাইসা খাতুন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রাইসা ওই এলাকার আকরাম সরদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার পর থেকে রাইসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত ৯টার দিকে বাড়ির পাশের ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাইসা খাতুন পা পিছলে ডোবার পানিতে পড়ে মারা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।
একুশে সংবাদ/এ.জে